গাজা অথবা পশ্চিম তীর ছাড়বে না ফিলিস্তিনিরা। নিজ ভূখণ্ড ছেড়ে মিসরের শরণার্থী হবে না তারা। শনিবার অজ্ঞাত স্থান থেকে দেয়া এক ভিডিওবার্তায় একথা বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শনিবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
এ প্রসঙ্গে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন, মিসরে আমাদের ভাইদের ভূমিকার জন্য স্যালুট জানাই। তবে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত নিজেদের ভূমিতে থাকা। মার্কিন প্রশাসনের ইন্ধনে ইহুদিরা যে পরিকল্পনা করেছে তা ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে যারা সমাবেশ মিছিল করছেন , তাদের সাধুবাদ জানাই। এবং আহ্বান জানাই এটা যেন অব্যাহত থাকে। ইউরোপ, আমেরিকা, লাতিন দেশগুলোতেও ইসরায়েলের আগ্রাসন, হত্যা এবং ধ্বংসের প্রতিবাদ জানাচ্ছে মানুষ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হাসামের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া তিন হাজার ৪০০ এর অধিক ইসরায়েলি আহত হয়েছেন।
/এআই
Leave a reply