আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আগ্রাসনের শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, স্থানীও সময় ১১’টার দিকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানায়, ভূমধ্যসাগরের দিক থেকে ছোঁড়া হয় গোলা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা। বন্ধ রয়েছে বিমান চলাচল।
এর আগে, গত বৃহস্পতিবারও হামলার শিকার হয় আলেপ্পো বিমানবন্দরটি। একইদিন মিসাইল ছোঁড়া হয় দামেস্ক বিমানবন্দরেও। হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করে সিরিয়া।
তবে এ হামলার প্রসঙ্গে তেল আবিবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সিরিয়ার প্রধান দুই বিমানবন্দর দামেস্ক ও আলেপ্পো। কেবল বেসামরিক চলাচলই নয়, সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার হয় এগুলো। অভিযোগ রয়েছে, হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় এ দু’টি বিমানবন্দর।
/এআই
Leave a reply