ইসরায়েলকে সহায়তায় সর্বাত্মক তৎপর পশ্চিমা বিশ্ব, ফিলিস্তিনের পাশে নেই কেউ

|

ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে মিত্ররা। অস্ত্র দিয়ে সহায়তার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। বিপরীতে ফিলিস্তিনের পাশে নেই প্রভাবশালী আরব দেশগুলো। কেবল বিবৃতি দিয়েই দায় সারছে তারা। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করলেও নিশ্চুপ তারা। ক্ষুব্ধ গাজার মানুষের প্রশ্ন, কোথায় আরবরা? খবর আল জাজিরার।

মূলত হিজবুল্লাহসহ বিভিন্ন গোষ্ঠীর সমর্থন আর বিভিন্ন দেশে সাধারণ মানুষদের বিক্ষোভ-প্রতিবাদ ছাড়া, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পাশে এগিয়ে আসেনি কোনো দেশ। মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ে যেন পাশে কেউই নেই। নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি, মুসলিম বিশ্বের ভূমিকা কেবল এটুকুই। গাজাবাসীর কণ্ঠে ঝরছে আরব বিরোধী ক্ষোভ আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয়।

আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বলছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সবাই সাহায্য করছে ইসরায়েলকে। তাদের অপরাধে পুরো পশ্চিমা বিশ্ব পাশে আছে। তারা আমাদের শিশুদেরও হত্যা করছে। বাড়িঘর, পুরো এলাকা ধ্বংস করছে। আর কী চায়? এটা আমাদের ভূখণ্ড। পবিত্র ভূমি। আমরা ছাড়বো না। জেরুজালেম আমাদের। আমরা কোথাও যাবো না।

মুসলিম বিশ্বের তৎপরতা নজরে না এলেও, ইসরায়েলের পক্ষে পশ্চিমাদের দৌঁড়ঝাপ চোখে পড়ার মতো। কেবল মুখে মুখে সমর্থন নয়। অস্ত্র সরঞ্জাম দিয়ে তেল আবিবের পাশে আছে তারা। অথচ বছরের পর বছর নিপীড়িত ফিলিস্তিনিদের এই দুর্দিনে সক্রিয়ভাবে পাশে নেই কোনো দেশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply