গাজা সীমান্তে ১ হাজার টন খাদ্য সহায়তা নিয়ে অপেক্ষা করছে মিসর ও তুরস্কের পাঠানো ১০০টি ট্রাক। ইসরায়েলের সাথে সমঝোতায় পৌঁছাতে পারলেই গাজায় প্রবেশের অনুমতি মিলবে তাদের। খবর রয়টার্সের।
রাফাহ্ ক্রসিংয়ের মিসরীয় অংশ খোলা। কিন্তু হামাসের অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি অংশ অবরুদ্ধ করে দেয়া হয়েছে। মিসাইল ও রকেট হামলা চলছে সেখানে। মিসর কর্তৃপক্ষ বলছে, পণ্য তো দূরের কথা, আগ্রাসনের জেরে গাজাবাসীও এই পথে নিরাপদ স্থানে পালাতে পারছে না।
সিনাই ও গাজা উপত্যকার মাঝে যোগাযোগের একমাত্র পথ হলো এই রাফাহ্ ক্রসিং। গত সপ্তাহ থেকেই ইসরায়েল, মিসর ও কাতার প্রশাসনের সাথে পথটি চালুর ব্যাপারে আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। একটি ‘মানবিক করিডোর’ স্থাপনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এসজেড/
Leave a reply