গণকবরে শায়িত হচ্ছেন শত শত ফিলিস্তিনি

|

ইসরায়েলি আগ্রাসনে শয়ে শয়ে লাশ পড়ছে ফিলিস্তিনে। এখন পর্যন্ত অন্তত ২৩০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এক সাথে এত মানুষের মৃত্যুর কারণে কবর দেয়ারও জায়গা হচ্ছে না। তাই গণকবরেই শায়িত করা হচ্ছে শতশত ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

এদিকে, গাজায় আরও জোরালো আগ্রাসন চালাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে তেলআবিব। যেকোনো সময় গাজার জল ও স্থলপথে আক্রমণ করবে ইসরায়েল সেনাবাহিনী। এরই মধ্যে হামলার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলি সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে তিন লাখ সংরক্ষিত সেনা বা রিজার্ভ ফোর্স। গাজার সীমান্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে শত শত ট্যাংক। নির্দেশনা পেলেই স্থলপথে শুরু হবে আগ্রাসন।

অন্যদিকে, গাজা সীমান্তে ১ হাজার টন খাদ্য সহায়তা নিয়ে অপেক্ষা করছে মিসর ও তুরস্কের পাঠানো ১০০টি ট্রাক। ইসরায়েলের সাথে সমঝোতায় পৌঁছাতে পারলেই গাজায় প্রবেশের অনুমতি মিলবে তাদের। এখন সম্পূর্ণ গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে ‌ইসরায়েল। কোনো প্রকার খাদ্য বা জ্বালানি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জ্বালানির অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনের একমাত্র বিদ্যুৎকেন্দ্র।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply