গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত দেড় হাজার মানুষ। রোববার (১৫ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ২৬০ জন। দেইর আল বালাহ এলাকায় ৮০ জনের মৃত্যু হয়েছে গোলাবর্ষণে। তাছাড়া জাবালিয়া শরণার্থী শিবির লক্ষ্য করে ছোড়া মিসাইলের আঘাতে ৪০ ফিলিস্তিনির মৃত্যু হয়। সেই সাথে বেইত লাহিয়া ও খান ইউনিসে অন্তত ৩০ জন মারা গেছেন।
গত ৭ অক্টোবর, ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস যোদ্ধারা। পাল্টা জবাবে, ইসরায়েলের চালানো আগ্রাসনে এখন পর্যন্ত ২৩শ’র বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত সাড়ে ৯ হাজারের বেশি।
এসজেড/
Leave a reply