ইরানের চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইরানের সরকারি গণমাধ্যম আইআরএনএর বরাতে চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এপি।
এটিকে গুপ্তহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে চলতি সপ্তাহেই মেহেরজুইয়ের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে পোস্ট করেছিলেন, কেউ তাকে চাকু দিয়ে মারার হুমকি দিচ্ছে। তাদের ঘাড়ের পাশে মারাত্মক জখম হয়েছে। মরদেহের পাশেই একটি চাকু পাওয়া যায়।
ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী মোহাম্মাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।
উল্লেখ্য, দারিউস মেহেরজুইয়ের স্ত্রী চিত্রনাট্য ও সিনেমার গল্প লিখতেন। ৮৩ বছর বয়সী মেহেরজুই সত্তর দশকের গোড়ার দিকে ইরানের ‘নিউ ওয়েভ’ চলচ্চিত্রের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ৬০’এর দশক থেকে নিয়মিত সিনেমা বানাতেন। ‘দ্য কাউ’ সিনেমা দিয়ে ইরানের নিউ ওয়েভ সিনেমাকে নতুন করে বিশ্বসিনেমার দরবারে নিয়ে যান তিনি। সিনেমাটিতে পরোক্ষভাবে রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হবে, এমন অভিযোগ এনে ‘দ্য কাউ’ ইরানে নিষিদ্ধ হয়।
১৯৯৩ সালে সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিশেল, ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সিলভার হুগোসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন দারিউস মেহেরজুই।
/এএম
Leave a reply