দেশের কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পূর্বানুমতির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ জন্য সকল জেলা ও উপজেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান লেডিস ক্লাবে অনুষ্ঠিত লোক সংগীত সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের ১২২তম জন্মদিন এবং আব্বাসউদ্দিন সংগীত অ্যাকাডেমির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মৌলবাদীদের বাধার সম্মুখীন হলে তা জানাতে হবে। প্রতি বছর যেন আব্বাসউদ্দিনকে নিয়ে অনুষ্ঠান হয়, সেই ব্যবস্থা করার কথাও জানান প্রতিমন্ত্রী।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন আব্বাসউদ্দিনের দুই সন্তান সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও মুস্তাফা জামান আব্বাসী।
এটিএম/
Leave a reply