সকল শ্রেণির মানুষের মতামত চেয়ে তৃণমূলে আ. লীগের ইশতেহার প্রণয়ন কমিটির চিঠি

|

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়নে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত চেয়ে তৃণমূলকে চিঠি দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১৪ অক্টোবর) দলটির নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব স্বাক্ষরিত একটি চিঠি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগকে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়নের কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর করতে তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেয়ার প্রয়োজন রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এ লক্ষ্যে স্ব স্ব পর্যায়ে সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় এ বিষয়ে মতামত আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির কাছে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply