ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনে নিহতের সংখ্যা দুই হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত আহত হয়েছেন ১০ হাজার ৮১৪ জন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চরম খাদ্য, সুপেয় পানি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট গাজা উপত্যকায়। তার ওপর ইসরায়েলের হুমকিতে ছাঁড়তে হচ্ছে ঘরবাড়ি-জন্মভূমি।
উত্তর থেকে দক্ষিণাঞ্চলের দিকে সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। সেখানকার খান ইউনিস শহরের জনসংখ্যা রাতারাতি ছাড়িয়ে গেছে ১০ লাখ। ঘরবাড়ি, রাস্তাঘাট তো রয়েছেই, এমনকি স্কুল আর হাসপাতালগুলোও পরিণত হয়েছে অস্থায়ী আশ্রয় শিবিরে।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে, ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আরও হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম বা লোকবল। খালি হাতেই মাটি খুঁড়ছেন স্বজনরা। জাতিসংঘের হিসাবে, ২০১৪ সালের সংঘাতের তুলনায় ভয়াবহ বর্তমান পরিস্থিতি।
/এআই
Leave a reply