মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রি করছে ইউক্রেন: পুতিন

|

ছবি: সংগৃহীত।

‘আল আকসা ফ্লাড’ অভিযানে ব্যবহৃত অত্যাধুনিক নানা সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে বিক্রি করেছে দুর্নীতিবাজ ইউক্রেনীয়রা, এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থার অভিযোগ, যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা হিসেবে যেসব অস্ত্র পাচ্ছে ইউক্রেন, কালোবাজারের মাধ্যমে সেগুলোই যাচ্ছে হামাসের কাছে।

এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে দুর্নীতির মাত্রা উদ্বেগজনকভাবে বেশি। অস্ত্র কিনার চাহিদা বেশি থাকায়, কালোবাজারের মাধ্যমে দেশটি থেকে অস্ত্র বিক্রি হচ্ছে। । ইউক্রেনীয়দের অনেকেই পশ্চিমা অস্ত্র বিক্রিও করছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, কালোবাজারের মাধ্যমে ইউক্রেনের অস্ত্র মধ্যপ্রাচ্যে বিক্রি হচ্ছে।

তবে মস্কোর অভিযোগের জবাবে কিয়েভও পাল্টা অভিযোগ তুলেছে। দেশটির দাবি, রাশিয়াই হামাসকে অস্ত্র দিচ্ছে। কিয়েভ বলছে, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র জব্দ করে সেগুলোই হামাসের কাছে সরবরাহ করছে মস্কো।

পশ্চিমা বিশেষ করে যুক্তরাষ্ট্রের এসব আধুনিক অস্ত্র কিভাবে গেলো হামাসের হাতে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও চলছে এই অস্ত্র ইস্যুতে চর্চা। রিপাবকলিকান নেতা মারজোরি টেইলর গ্রিনি হামাসের ব্যবহৃত মার্কিন অস্ত্রের উৎস তদন্তের দাবিও জানিয়েছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply