মাসুদ-আফরিন বৈঠকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

|

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস জানায়, এই বৈঠকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়াও দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে, সকালে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন আফরিন আক্তার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply