বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করার ‘উপকরণ’ হামাসের হাতে!

|

ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য ‘যা দরকার তা’ হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষনেতা। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য দর কষাকষির ‘উপকরণ’ হিসেবে জিম্মি ইসরায়েলিদের ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত হামাসের। খবর রয়টার্সের।

হামাসের প্রাক্তন প্রধান খালেদ মেশাল বলেছেন, হামাসের কাছে বন্দি থাকা ইসরায়েলিদের মধ্যে গাজা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

হামাসের কাশেম ব্রিগেড বলেছে, তারা প্রায় ২০০ জন ইসরায়েলিকে বন্দি রেখেছে। এছাড়া অন্যান্য ফিলিস্তিনি দলগুলি আরও ৫০ জনকে বন্দী করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাস ১৯৯ জন ইসরায়েলিকে জিম্মি করেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply