বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ধরমশালায় মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
ডাচদের বিপক্ষে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা আফ্রিকা এই ম্যাচে জয় পেলে ভারতকে টপকে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।
টেম্বা বাভুমার দল দাপটের সঙ্গে শুরু করেছে বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান পাহাড় গড়ার পর জয় পায় ১০২ রানে। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিয়ে জয় তুলে নেয় ১৩৪ রানে। ডি কক, মার্করাম, ডুসেনরা রয়েছেন দুর্দান্ত ফর্মে।
প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক করেছেন মার্করাম। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন ডুসেনও। পেসারদের মধ্যে রাবাদা, এনগিদি, জানসেনও রয়েছেন ফর্মের তুঙ্গে।
অপরদিকে, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা স্কট এডওয়ার্ডসের দল বিশ্বকাপে খেলা দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮১ রানের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৯৯ রানে। তাই ম্যাচে নিশ্চিতভাবে ফেবারিট প্রোটিয়ারা। ওয়ানডেতে কখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি ডাচরা। এ বছরের শুরুতে দু’টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিলো দু’দল। যার একটিতে আট উইকেটে ও অপরটিতে ১৪৬ রানের বড় জয় পেয়েছিলো আফ্রিকা।
/এনকে
Leave a reply