এখন পর্যন্ত ভোটের পরিবেশ যথেষ্ট সন্তোষজনক: ইসি সচিব

|

এখন পর্যন্ত ভোটের পরিবেশ যথেষ্ট সন্তোষজনক বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সম্প্রীতি বাংলাদেশের সাথে ইসির বৈঠক শেষে এ কথা বলেন ইসি সচিব। বলেছেন, ভবিষ্যতে সহিংসতা হলে ব্যবস্থা নেয়া হবে।

অতীতে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার কথা বৈঠকে উল্লেখ করে ভবিষ্যতেও এমন আশঙ্কার কথা জানায় সংগঠনটি৷ জানায়, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কোনো শক্তির উত্থান যেন না হয়। যারা হত্যা-লুন্ঠন করেছে, তাদের পক্ষে যেন কিছু না যায়৷

মতবিনিময় সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাতে প্রধান সিইসি কাজী হাবিবুল আওয়াল ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকলেও অন্য চার কমিশনার ও ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply