তেলের দাম নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ে ফর্মুলা পাঠানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

|

দেশের বাজারে তেলের দাম নির্ধারণে বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি ফর্মুলা অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে পাঠানো হয়েছে। সেটা পাশ হলেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীতে বিদ্যুৎ ভবনে ‘স্মার্ট গ্রীড রোডম্যাপ’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, মধ্যপ্রাচ্যে কিছু হলে জ্বালানির দাম বাড়ে। তবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি খুব খারাপ এখনই বলার উপায় নেই, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply