পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে আটক ৩০ ফিলিস্তিনি

|

ছবি: রয়টার্স

পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে আরও ৩০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এ নিয়ে গত কয়েকদিনে অঞ্চলটিতে ইসরায়েলের হাতে বন্দীর সংখ্যা ৭শ’ ছাড়ালো। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে তেলআবিবের দাবি, আটক হওয়া সবাই হামাস সমর্থক।

এর আগে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর। গাজায় হামাসের সমর্থনে এবং ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে চলে এই বিক্ষোভ। এসময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের। সাজোঁয়া যান থেকে ছোড়া হয় গুলি। এতে প্রাণ যায় অন্তত তিন জনের। আহত হয় বেশ কয়েকজন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply