টাইফুন মাংখুটের তাণ্ডবে বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আহত হয়েছেন দুই শতাধিক। তবে, টাইফুনটির ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় সাক্ষী ফিলিপাইন। দেশটিতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে মারা গেছেন অন্তত ৬৪ জন। নিখোঁজ রয়েছে আরও ৪২ জন।
আবহাওয়া অফিস জানিয়েছে, এখনো ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬২ কিলোমিটার। গুয়াংডং এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। এরই মাঝে, নিরাপদ আশ্রয়ে সরে গেছেন হংকং ও আশেপাশের বিভিন্ন এলাকার ২৪ লাখের বেশি মানুষ।
প্রচণ্ড বৃষ্টিপাত, ভূমিধস, বন্যার কারণে বন্ধ রয়েছে সড়ক ও ট্রেন চলাচল। স্থগিত করা হয়েছে ৯শ’র বেশি অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান ফ্লাইট।
জাতিসংঘের গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কারণে ক্ষতির মুখে রয়েছেন ৩ কোটির বেশি মানুষ।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply