এই প্রথম নিজেদের হাতে জিম্মি থাকা কোন ইসরায়েলির ভিডিওফুটেজ প্রকাশ করলো হামাস। যাতে দেখা যায়, ইহুদি এক নারীকে চিকিৎসা সেবা দিচ্ছেন হামাস সদস্যরা।
ভিডিওফুটেজে নিজেও কথা বলেন জিম্মি তরুণী।
জানা গেছে, হামলার সময় কনসার্ট থেকে তাকে জিম্মি করা হয়। সহিংসতায় হাত ভেঙে যায় তার। হামাসের চিকিৎসকরাই তার অস্ত্রোপচার করেছেন।
হামাসের প্রশংসা করে তিনি জানান, জিম্মি অবস্থায় থাকলেও তাকে খাবার পানি এবং ওষুধসহ সব ধরনের সেবা দেয়া হচ্ছে। তবে গাজার কোন জায়গায় তাকে বন্দি রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ভিডিওতে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামাসের ভিডিওতে থাকা তরুণীর নাম মায়া শেম। বয়স ২১ বছর। মেয়েকে জীবিত দেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছে মায়ার পরিবার। মেয়েকে দ্রুত মু্ক্ত করে আনার জন্য বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন তার মা।
হামাসের কাছে জিম্মি মায়ার মা কেরেন শেম বলেন, ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তাকে যা বলতে বলেছে, তাই বলতে হয়েছে। তার এখন চিকিৎসা দরকার। আমি সারা বিশ্বের কাছে হাতজোড় করছি, আমার মেয়েক জীবিত উদ্ধার করে এনে দিন।
/এমএইচ
Leave a reply