ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার: কলম্বিয়াকে সামরিক সহায়তা বন্ধের পাল্টা ঘোষণা ইসরায়েলের

|

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরইমধ্যে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। এ ঘটনায় দেশটিকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের পাল্টা ঘোষণা দিয়েছে তেল আবিব। খবর এপি’র।

ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য কড়া ভাষায় সমালোচনা ও নিন্দা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের ঘটনাকে নাৎসী বাহিনীর সাথেও তুলনা করেন তিনি।

পরে পেত্রোর মন্তব্যের প্রতিবাদ জানায় তেল আবিব। তারই প্রতিক্রিয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূত গালি দাগানকে বহিষ্কারের নির্দেশ দেন কলম্বিয়ান প্রেসিডেন্ট।

এদিকে রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনায় কলম্বিয়াকে সব ধরণের সামরিক সহায়তা বন্ধের পাল্টা ঘোষণা দিয়েছে তেল আবিব। দেশটির সামরিক বাহিনীতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ইসরায়েল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply