নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

|

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকায় গণসমাবেশ করছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণসমাবেশ চলছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ছোট-ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের নানা রঙের প্লাকার্ডও বহন করতে দেখা যায়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশে দেয়া বক্তব্যে বিএনপি নেতারা বলেন, এই সরকারের অধীনে দেশের জনগণ নিরাপদ নয়। ভোট ছাড়া ক্ষমতায় আসায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই সুষ্ঠু নির্বাচন ও দেশের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে হঠাতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দেন বিএনপি নেতারা।

ধারণা করা হচ্ছে, বিএনপি মহাসচিব এ সমাবেশ থেকে সরকারের পদত্যাগে আল্টিমেটাম দিতে পারেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply