স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:
সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে কটূক্তির অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ১৫ মিনিটের শুনানি শেষে বিচারক তাকে জেল-হাজতে পাঠান।
এর আগে, সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল করে আদালতের উদ্দেশে রওয়ানা হন জাহাঙ্গীর। মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি। পরে তিনি আদালতে প্রবেশ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এরও আগে, (১২ অক্টোবর) বিচারপতি এনায়েতুর রহিমকে নিয়ে কটূক্তি করার দায়ে সৈয়দ জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেসময় রায়ে তাকে ৭ দিনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
আরএইচ/এটিএম
Leave a reply