ঠাকুরগাঁওয়ে সনাতনী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা, পূজামন্ডপে ১৪৪ ধারা জারি

|

একই স্থানে দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জেলার সদর আউলিয়াপুর শ্রী শ্রী রশীক রায় জিউ মন্দির এলাকায় গতকাল ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

সনাতন ধর্মালম্বীরা জানায়, দীর্ঘদিন ধরে ঐ মন্দিরের জমি নিয়ে সনাতনীদের সাথে ইসকনপন্থীদের বিরোধ চলছে। বুধবার সকালে সনাতন ধর্মালম্বীরা দুর্গার প্রতিমা মন্দিরে নিয়ে যেতে চাইলে বাধা দেয় ইসকনপন্থীরা। এ নিয়ে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply