গাজার হাসপাতালে হামলায় ইসরায়েল জড়িত নয়, সেই প্রমাণ বাইডেনকে দেয়া হয়েছে: নেতানিয়াহু

|

গাজায় হাসপাতালে ভয়াবহ হামলায় ইসরায়েলের জড়িত না থাকার তথ্য প্রমাণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দিয়েছে তেলআবিব। এমন দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

তিনি বলেন, বাইডেনকে দেয়া তথ্য প্রমাণ অনুযায়ী হাসপাতালের হামলায় ইসরায়েল নয় বরং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ জড়িত। তার দাবি, ইসলামিক জিহাদির ছোড়া মিসাইলই আঘাত হেনেছে আল-আহলি হাসপাতালে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, দেশটির সামরিক বাহিনী আইডিএফকে এই তথ্য প্রমাণ প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে গাজার হাসপাতালে নৃশংস হামলার পর থেকেই শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। হামাস ইসরায়েলকে দায়ী করলেও সেই দায় অস্বীকার করেছে তেলআবিব।

নেতানিয়াহু বলেন, বাইডেন ইসরায়েল ছাড়ার আগে তাকে আমি সব তথ্য-প্রমাণ দিয়েছি, যাতে স্পষ্ট হয়েছে গাজার হাসপাতালে ইসরায়েল ডিফেন্স ফোর্স নয় বরং ইসলামিক জিহাদের ছোড়া মিসাইল আঘাত হেনেছে। আমি এই তথ্য ছড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছি। বিশ্ব এখন সত্যিটা জানে। আমাদের নিরাপত্তা পরিষদও বাইডেনের সামনে সব তথ্যের বিস্তারিত তুলে ধরেছে।

দায় এড়াতে চাইলেও গাজার বেসামরিকদের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত আছে। বুধবারও রাতভর উপত্যকাটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ধ্বংস হয়েছে দুটি আবাসিক ভবন।

এছাড়াও, গাজার উত্তরে রাতভর বোমাবর্ষণ হয়েছে। আবারও হামলা হয়েছে একটি স্কুলের কাছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের চলমান হামলায় আক্রান্ত হয়েছে গাজা উপত্যকার প্রতিটি অংশ। গত ১১ দিনে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার ফিলিস্তিনির। যাদের প্রায় এক-তৃতীয়াংশই শিশু।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply