গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। দ্রুততম সময়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর দাবিও জানান তিনি। খবর আল জাজিরার।
বুধবার (১৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় যুদ্ধ শুরুর পর প্রথমবার এই ইস্যুতে কথা বলেন তিনি।
মোহাম্মদ সালাহ বলেন, গাজায় চরম সহিংসতা, নৃশংসতা এবং হৃদয়বিদারক ঘটনা ঘটছে। এই গণহত্যা বন্ধ হওয়ার প্রয়োজন। পরিবারগুলো ভীত হয়ে আছে। অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।
আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হাসপাতালে হামলার ঘটনা ছিল ভয়াবহ। গাজার মানুষের খাবার, পানি এবং চিকিৎসা সামগ্রী প্রয়োজন। নিরীহ মানুষ হত্যা বন্ধে বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানাবো আমি। মনবতা অবশ্যই জিতবে।
এর আগে, ইসরায়েল সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন, রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবে ত্রাণবাহী ২০টি ট্রাক। আগামী শুক্রবার থেকে সেগুলো বিধ্বস্ত সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু হবে।
তিনি বলেন, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সাথে ফোনে কথা হয়েছে। রাফাহ-গাজা সীমান্ত আবারও খুলে দিতে রাজি হয়েছেন সিসি।
এসজেড/
Leave a reply