দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার গরম

|

সপ্তাহের শেষ কর্মদিবসে ফের বাজারে আগুন। পেঁপে ছাড়া বাকি সব সবজি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। সরকারের বেঁধে দেয়া দামের এক মাস পেরুলেও নির্ধারিত দামে মিলছে না ডিম, আলু ও পেঁয়াজ।

খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩৬ টাকা এবং হিমাগারে এই দাম ২৬ টাকা বেঁধে দেয় সরকার। কিন্তু বিভাগীয় শহরে খুচরা বাজারে ক্রেতাকে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। পেঁয়াজের দর সর্বোচ্চ ৬৫ টাকা বেঁধে দিলেও কেজিপ্রতি দাম মানভেদে তা ৭০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। বদলায়নি ডিমের বাজারের পরিস্থিতিও। সরকার প্রতি ডজন ডিম ১৪৪ টাকা নির্ধারণ করলেও ১৫৬ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তারা জানান, কেজিপ্রতি ২২০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগীর মাংস। মাছ ধরা বন্ধ থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। লাগামহীন বাজারে তারা দিশেহারা। অন্যদিকে, ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply