ক্ষমতায় থাকলে কোনোভাবেই ইসরায়েলে হামাসের হামলা হতে দিতেন না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রুশ-ইউক্রেন সংকটও সৃষ্টি হতো না বলেও দাবি করেন তিনি। খবর রয়টার্সের।
গতকাল বুধবার (১৮) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প বলেন, এরইমধ্যে আমার মেয়ে তেল আবিব সফর করেছে। আমিও যেতে পারি সেখানে। ইসরায়েলে যে এত প্রাণহানি হলো, আমি থাকলে এটা হতো না। হামাস এতবড় হামলার সুযোগই পেতো না।
এ সময় তিনি বর্তমান মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনাও করেন। পুরো বিশ্ব অস্থির সময় পার করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
উল্লেখ্য, আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে সমর্থনকারী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (১৬ অক্টোবর) এক সমাবেশে এ ঘোষণা দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কথা তুলে ধরে তেল আবিবের প্রতি সর্বাত্মক সমর্থনের বার্তা দেন ট্রাম্প। ক্ষমতায় আসলে হামাসকে নির্মূলে মার্কিন সহায়তা আরও জোরদার করবেন বলেও ঘোষণা দেন তিনি।
/আরএইচ/এমএন
Leave a reply