প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওআইসি’র প্রতিবেশি দেশগুলোর মধ্যে সব সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। প্রধানমন্ত্রী চলমান ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের আহ্বান পুর্নব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সাথে মুদ্রা বিনিময় চালু করেছে এবং অন্যান্য দেশের সাথেও এটি করতে চায়। এ সময় সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করে জেদ্দায় ৬-৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ওআইসি কনফারেন্স অন উইমেন ইন ইসলাম’ এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
এটিএম/
Leave a reply