জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন বৃহস্পতিবারে (১৯ অক্টোবর) ঢাকা অঞ্চলের ব্যালট বাক্স পাঠানো হয়েছে। তবে ব্যালটসহ অন্যান্য সামগ্রী পাঠানো হবে ভোটের আগে।
আজ দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জানিয়েছেন, এবার নির্বাচনে তিন লাখের বেশি ব্যালট বাক্স লাগবে। এরমধ্যে ২ লাখ ৬৭ হাজারটি পুরনো ব্যালট বাক্স আছে। আর নতুন ব্যালট বাক্স কেনা হচ্ছে ৮০ হাজার, যার ৪০ হাজার পৌঁছে গেছে নির্বাচন কমিশনে।
এ সময় নির্বাচনী ব্যয় বাড়ার আভাস দেন অশোক কুমার দেবনাথ। বললেন, নির্বাচনে বাজেট হিসেবে ১ হাজার ৪০০ কোটির কিছু বেশির কথা বলেছি। এটা বাড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনী হতে আমরা প্রস্তাব পেলে এটা বুঝতে পারবো। দুর্গাপূজার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে চূড়ান্ত হবে বিষয়টি।
ঢাকা অঞ্চলের পর দ্বিতীয় ধাপে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
/এমএন
Leave a reply