ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিনা গোল্ডস্মিথ। করে বসেছেন এক বিস্ফোরক মন্তব্য। বলেছেন, ফিলিস্তিন ও গাজা দুই পক্ষেই আছেন তিনি।
বুধবার (১৮ অক্টোবর) জেমিনা তার এক্স অ্যাকাউন্ট থেকে (সাবেক টুইটার) একটি কমেন্ট করেছেন। সেখানে তিনি লেখেন, তিনি দুই পক্ষেই আছেন। বলেন, পাকিস্তানে তারা ইহুদি ও যুক্তরাজ্যে ইসলাম ভীতির শিকার হয়েছেন।
২০২২ সালে ইমরান খানের ওপর হওয়া হামলার প্রসঙ্গ টেনে জেমিনা বলেন, তার সাবেক স্বামীর সাথে ইহুদিদের ভালো সম্পর্ক থাকার কারণেই হামলার শিকার হতে হয়েছে। তিনি বলেন, আমি একটি মুসলিম রাষ্ট্রে ছিলাম। আমাকে অসংখ্যবার হত্যার হুমকি দেয়া হয়েছে। ইসরায়েলের সাথে আমার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
জেমিনা তার কমেন্টে আরও বলেন, আমি মনে করি না, টুইটারে ক্ষোভ ঝাড়া কাউকে সহায়তা করতে পারবে। আমার মুসলিম-ইহুদি দুই ধর্মেরই বন্ধু-বান্ধব রয়েছে। যাদের আমি গভীরভাবে ভালোবাসি।
প্রসঙ্গত, জেমিনা গোল্ডস্মিথ জন্মসূত্রে একজন ইহুদি। ১৯৯৫ সালের ১৬ মে ইমরান খানের সাথে বিয়ের পর তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
এটিএম/
Leave a reply