‘ডেঞ্জারম্যান’ রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন হাসান

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও লিটন দাসের জোড়া ফিফটির পর শেষ দিকে মাহমুদউল্লাহর ঝড়ো ৪৬ রানের ওপর ভর করে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে স্বাগতিক ভারত। বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান রোহিত। তবে ব্যক্তিগত অর্ধশতকের আগেই রোহিতকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন রোহিত শর্মা। অধিনায়কের দেখাদেখি হাত খুলতে শুরু করেন শুভমান গিলও। টাইগার বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারির বাইরে আঁচড়ে ফেলেন। পাওয়ারপ্লেতে ৬৩ রান যোগ করেন তারা।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণাত্মক হয়ে উঠেন গিল। মোস্তাফিজের করা ১২তম ওভারে মারেন তিন চার। পরের ওভারে খানিকটা পরিকল্পনা করেই রোহিতকে আউট করেন হাসান মাহমুদ। স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে রেখে শর্ট লেংথ ডেলিভারি করছিলেন ডানহাতি এই পেসার। নিজের পছন্দের জায়গায় বল পেয়ে ছক্কা মারেন রোহিত। পরের বলেও ভারতীয় অধিনায়ককে একই লেন্থে বল করেন হাসান। এবার খানিকটা নিচু করে মারতে গিয়ে স্কয়ার লেগে হৃদয়ের হাতে ধরা পড়েন ৪৮ রান করা রোহিত। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply