গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত ১৮

|

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত জায়গা দেখছে ফিলিস্তিনিরা। ফাইল ছবি: রয়টার্স

বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা আর নিন্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

এবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, শরণার্থী শিবিরে বেসামরিকদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতভর চলে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ। এসময় গাজার দেইর আল-বালাহ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশত। এ নিয়ে অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৩ হাজার ৭শ ছাড়ালো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply