রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউজে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।
পুতিন যেভাবে ইউক্রেনে হামলা করেছে, হামাসও ঠিক একই কায়দায় ইসরায়েলে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় হামাস ও পুতিনকে যুদ্ধে জিততে দেয়া হবে না বলে প্রত্যয় জানান বাইডেন।
তিনি বলেন, হামাস ও রুশ প্রেসিডেন্টের লক্ষ্য, প্রতিবেশী দেশগুলোর গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি ধ্বংস করা। এছাড়াও, ইউক্রেন ও ইসরায়েলের সফলতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
/আরএইচ /এএম
Leave a reply