ব্যাটারদের বড় ইনিংস খেলার ব্যর্থতাকেই দায়ী করছেন শান্ত

|

নাজমুল হোসেন শান্ত।

পুনেতে ভারতের বিপক্ষে বড় পরাজয়ের কারণ হিসেবে ব্যাটারদের বড় ইনিংস খেলার ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত বলছেন, সব ভুলে পরিকল্পনা করতে চান সামনের ম্যাচ নিয়ে। পাশাপাশি ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেলার তাগিদ অনুভব করার কথা জানিয়েছেন তিনি। এদিকে টানা তিন ম্যাচে তিন পরাজয়ে কঠিন হয়ে গিয়েছে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন।

ভারতের বিপক্ষের ম্যাচে ২৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে ৯৩ রানের ওপেনিং জুটি গড়েছিল লিটন দাস ও তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। একই পথে হেটেছেন লিটন দাসও। এমন শুরুর পরও দিনশেষে বাংলাদেশের সংগ্রহ কেন বড় হলো না?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা ওই দায়িত্ব নিচ্ছি না। এখানে যারা সেট হচ্ছে, যেমন লিটন বা তামিমের মধ্যে যদি কেউ একটা ১২০ অথবা ১৩০ রানের ইনিংস খেলতো তাহলে হয়তো মিডল ওভারগুলোয় মুশফিক ভাই, হৃদয়, রিয়াদ ভাইয়ের জন্য আরেকটু সহজ হয়ে যেত। মাঝখানেও ভালো ব্যাটিং হয়নি তবে যারা সেট হয়েছে তারাও বড় ইনিংস খেলতে পারেনি।

অথচ পুনের উইকেট ছিলো পুরোপুরি ব্যাটিং বান্ধব। যার দেখা মিলেছে ভারতের ইনিংসে। বিশ্বকাপে চার ম্যাচ খেলে এখনও সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। আসেনি তিনশোর্ধ্ব ইনিংস। সামর্থ্যের অভাব নাকি সমস্যাটা অন্য কোথাও?

জবাবে টাইগার অধিনায়ক শান্ত বলেন, আমাদের ভালো উইকেটে খেলা উচিৎ। ভালো উইকেটে প্রাক্টিস করা উচিৎ। আমাদের তুলনামূলক স্পোর্টিং উইকেটে খেলা হয়না। এছাড়াও এখানে স্কিলের থেকে মেন্টাল বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। সকলকেই দায়িত্ব নিয়ে খেলা উচিৎ। কারণ এ ধরনের বোলারদের ফেস করার মতো স্কিল আমাদের সবারই আছে।

প্রথম ম্যাচে আফগানদের হারানোর পর টানা তিন পরাজয়। আসরে বাকি থাকলো আরও পাঁচ ম্যাচ। সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনও কি দেখছে টাইগাররা? জবাবে তিনি বলেন, আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। কারণ একটা ভালো ম্যাচ মোমেন্টাম চেঞ্জ করে দেবে। এখনো পাঁচ ম্যাচ বাকি, এখান থেকে আমরা চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি। তাই আমরা প্রতি ম্যাচ জেতার জন্য খেলব। তবে নেক্সট ম্যাচে কীভাবে ভালো করতে পারি বা কীভাবে জিততে পারি সেটাই গুরুত্বপূর্ণ।

ভারতের কাছে হারে ব্যাটারদের দায় দেখলেও বোলারদের পারফরমেন্সে খুশি অধিনায়ক নাজমুল শান্ত। প্রশংসায় ভাসিয়েছেন মোস্তাফিজ-শরিফুলদের।
/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply