অবশেষে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানালো সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা গর্হিত অপরাধ। খবর আল অ্যারাবিয়ার।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ। বলেন, নিরীহ মানুষদের ওপর এ ধরনের পাশবিক হামলা অত্যন্ত দুঃখজনক।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি বিপজ্জনক হবে বলেও সতর্ক করেন সালমান। এর পাশাপাশি গাজায় নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
গেল ৭ অক্টোবর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি তাণ্ডব স্বত্ত্বেও নিশ্চুপ আরব দেশগুলো। এ নিয়ে বিশ্বজুড়েই চলছে সমালোচনা।
এটিএম/
Leave a reply