পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত

|

ছবি: সংগৃহীত।

সহিংসতা বেড়েই চলেছে ইসরায়েল-লেবানন সীমান্তে। সামরিক অবস্থান টার্গেট করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এবং তেল আবিবের সেনাবাহিনী। খবর এপি নিউজ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উত্তরাঞ্চলে ইহুদি সেনাঘাটি টার্গেট করে একাধিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় আহত হয়েছে তিন বেসামরিক। এছাড়াও সংঘর্ষে পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন।

হিজবুল্লাহর হামলার জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারাও। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে বড় ধরণের সংঘাত বাধতে পারে। এদিকে, চলমান উত্তেজনার মাঝে লেবাননের সীমান্ত ঘেঁষা দুই কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে তেল আবিব। তবে লেবানন সীমান্তে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply