ইমাম-উল হক ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে অজিদের রান পাহাড়ের দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান। পাওয়ার প্লের ১০ ওভারে পাকিস্তান সংগ্রহ করেছে ৫৯ রান। এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারে দলটির সংগ্রহ ৭৩ রান। দুই ওপেনার ইমাম ৩২ ও শফিক ব্যাট করছেন ৩৪ রানে ব্যাট করছেন।
শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া সেঞ্চুরিতে ৩৬৭ রানের পাহাড় গড়ে অজিরা। বিশ্ব আসরে নিজেদের ইতিহাসে উদ্বোধনী জুটির নতুন রেকর্ডও গড়েন দুই ব্যাটার। ওপেনারদের দুর্দান্ত শুরুতে ভর করে ৪০০ রানের দিকেই ছুটছিলো প্যাট কামিন্সের দল। তবে শেষ দিকে শাহীন শাহ আফ্রিদী ৫ উইকেট তুলে নিয়ে অজিদের ঝড় থামান। জয়ের জন্য পাকিস্তান লক্ষ্য পায় ৩৬৮ রান।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলেন ওয়ার্নার-মার্শ। বিধ্বংসী যুগলবন্দীতে হিশেহারা হয় পাকিস্তান। অবশ্য পঞ্চম ওভারেই ডেভিড ওয়ার্নার ক্যাচ দিয়েছিলেন। তবে সহজ ওই ক্যাচ ফেলে দেন লেগ স্পিনার উসামা মীর। তখন ওয়ার্নার ব্যাট করছিলেন মাত্র ১০ রানে।
জীবন পেয়ে নিজের স্বভাবসূলভ ক্রিকেট খেলতে থাকেন তিনি। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলে অস্ট্রেলিয়া। মাত্র ৩৯ বলে অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। সমানতালে রান করা মার্শ পঞ্চাশ স্পর্শ করেন ৪০ বলে। এদিকে ২০.২ বলে দেড়শ রান পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। দুইশ রান করতে অজিদের খেলতে হয়েছে ২৯.২ ওভার। জীবন পাওয়ার পর থেকে দারুণ ব্যাটিং করা ওয়ার্নার ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি পূর্ণ করেন ৮৫ বলে। পরের বলেই নওয়াজের বলকে বাউন্ডারিতে পাঠিয়ে সমান ১০০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি তুলে নেন মার্শ।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মার্শ। শাহীন আফ্রিদির বলে ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা উসামার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। পরের বলেই গোল্ডেন ডাক মেরে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। শাহীন আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দেন তিনি।
১১৬ বলে দেড়শো ছোঁয়া ওয়ার্নার, হারিস রউফকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন ১৬৩ রানের ইনিংস খেলে। শেষদিকে মার্কাস স্টয়নিস, জশ ইংলিশ, মার্নাশ ল্যাবুশেনরা সুবিধা করতে না পারায় ৩৬৭ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহীন আফ্রিদি। এছাড়াও হারিস রউফ শিকার করেন তিনটি উইকেট।
/এনকে
Leave a reply