একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে: ওবায়দুল কাদের

|

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । ফাইল ফটো

দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে, অসাম্প্রদায়িক চিন্তা ধারাকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে৷ শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে তারা।

পরিস্থিতি মোকাবেলায় অসাম্প্রদায়িক চেতনায় অটল থাকার আহ্বান জানান তিনি। আরও বলেন, সবার অভিন্ন শত্রু জঙ্গিবাদকে রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এর আগে, প্রদীপ জ্বালিয়ে বনানী মণ্ডপে দুর্গোৎসবের মহা ষষ্ঠীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply