কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার ঘটনায় বিবাদের মধ্যে ৪১ জন কানাডিয়ান কূটনীতিক ভারত ছেড়েছেন। সম্প্রতি তারা ভারত ছেড়ে নিজ দেশে ফিরেছেন। খবর বিবিসির।
ভারত সরকারের বেধে দেয়া সময় অনুযায়ী, শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে ৪১ কূটনীতিককে কানাডায় ফিরে যেতে বলা হয়েছিলো। বৃহস্পতিবার রাতেই সেটি পালিত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। তবে তিনি ভারতের এ নির্দেশকে ‘অনৈতিক’ বলেছেন।
কানাডায় ভারতের কূটনীতিক আছেন ২১ জন। আর ভারতের বিভিন্ন শহরে কানাডার কূটনীতিকদের সংখ্যা ৬২ জন। সম্পর্কের অবনতির পর ভারত তাদের জানিয়েছিলো, দুই দেশে কূটনীতিকদের অবস্থানে সামঞ্জস্য রাখতে হবে। সে জন্য ৪১ জনকে ২০ অক্টোবরের মধ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় মোদি সরকার।
এর আগে শিখ নেতা নিজ্জার হত্যাকালণ্ডে সম্পর্কের অবনতির জেরে কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছিলো। ভারতও পাল্টা কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে। তার পরই সংখ্যায় সামঞ্জস্য আনার সিদ্ধান্ত নেয় ভারত।
/এনকে
Leave a reply