দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ সকালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আজকে মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় ডাচদের বিপক্ষে মাঠে নামছে লঙ্কানরা।

এই ভেন্যুতে দুই দলকে প্রায় নতুনই বলা যায়। এখানে আগে কখনও খেলেনি ডাচরা। অন্যদিকে শ্রীলঙ্কা দ্বিতীয়বারের মতো এই মাঠে খেলতে নামছে আজ। এর আগে প্রথমবার এই মাঠে অস্ট্রেলিয়ার সাথে খেলতে নেমে হেরে গিয়েছিল লঙ্কানরা।

এখন পর্যন্ত এই স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ গড়িয়েছে মোট ৬টি। তার মধ্যে সমান তিনটি করে জিতেছে আগে ব্যাটিং করা দল ও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল। তবে পিচ রিপোর্ট বলছে স্পিনারদের জন্য সহায়ক হবে এই মাঠের উইকেট। তাই লঙ্কান স্পিনারদের কাছে কঠিন পরিক্ষাই দিতে হবে ডাচদের।

তবে বিশ্বকাপে এখন পর্যন্ত লঙ্কান ব্যাটাররা নিজেদের জাত চেনালেও বোলাররা এখনও তেমনভাবে নজর কাড়তে পারেননি। অন্যদিকে নেদাল্যান্ডস গত ম্যাচে ধরমশালায় হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ফলে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আত্নবিশ্বাস অনেকটা ওপরে নিয়েই মাঠে নামবে ডাচ বাহিনী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply