টস জিতে ব্যাটিংয়ে, শুরুতেই উইকেট খোয়ালো নেদারল্যান্ডস

|

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় সাত রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। ৩.৪ ওভারে কাসুন রাজিথার বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। নিজের নামের পাশে ৪ রান যোগ করেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

আজ শনিবার (২১ অক্টোবর) লখনৌর ইকানা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দল দুটি মুখোমুখি হয়েছে। ৯৬ এর বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা এবারের আসরে এখনও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে ডাচরা।

প্রোটিয়াদের বিপক্ষে রূপকথা লেখা একাদশ নিয়েই মাঠে নেমেছে ডাচরা। টসের সময় অধিনায়ক এডওয়ার্ডস জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন। বিপরীতে শ্রীলঙ্কা দলে দুইটি পরিবর্তন এনেছে। অফফর্মে থাকা দুনিথ ভেল্লালাগের পরিবর্তে দুশান হেমান্থ এবং লাহিরু কুমার পরিবর্তে ফিরেছেন কাসুন রাজিথা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply