হামাসের সাথে পুতিনের তুলনা অগ্রহণযোগ্য: ক্রেমলিন

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের সাথে ভ্লাদিমির পুতিনের তুলনা করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের সাথে ফিলিস্তিনি ‘সশস্ত্র গোষ্ঠীটির’ তুলনা অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্সের।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ক্ষোভ জানিয়ে বলেন, রাশিয়াকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য অগ্রহণযোগ্য। তার বক্তব্য নিন্দাজনক। রাশিয়াকে চাপে রাখতেই এ ধরনের মন্তব্য করেছেন জো বাইডেন।

গতকাল শুক্রবার (২০ অক্টোবর) জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যের একপর্যায়ে হামাসকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুলনা করেন তিনি। বলেন, রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে একই কায়দায় হামাসও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply