সড়ক দুর্ঘটনায় বছরে ২৩ হাজারের বেশি প্রাণহানি

|

দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কত সংখ্যক লোক মারা যায়, এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, তাদের তথ্য অনুযায়ী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে সরকারের স্বাস্থ্য অধিদফতরের হিসাবে সড়কে প্রতিদিন ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটছে। যা বছরে প্রায় সাড়ে ২৩ হাজার।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক এ সময় অভিযোগ করেন, দুর্ঘটনা প্রতিরোধে নির্বাচনী অঙ্গীকার করলেও দৃশ্যমান কার্যক্রম হাতে নেয়নি সরকার। উল্টো চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িয়েছে রাজনৈতিক নেতারা। চালকদের হাতে যেনতেনভাবে লাইসেন্স তুলে দিচ্ছে সরকার। ফিটসেনবিহীন গাড়ি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ফিটনেস সনদ নিচ্ছে।

যাত্রী কল্যাণ সমিতি আহ্বান জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদনের সময়সীমা ১ মাসের পরিবর্তে ন্যূনতম ১ বছর করার। পাশাপাশি সিসি ক্যামেরা পদ্ধতিতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন সিস্টেম চালুর দাবি জানায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply