যুদ্ধবিমানকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রাশিয়া ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা

|

যুদ্ধবিমানকে ধাওয়া-পাল্টা ধাওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে। রাশিয়ার অভিযোগ দেশটির আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে ব্রিটেন। খবর রয়টার্সের।

শুক্রবার (২০ অক্টোবর) কৃষ্ণসাগরের ওপর দিয়ে রাশিয়ার আকাশ সীমায় প্রবেশ করে তিন ব্রিটিশ যুদ্ধ বিমান। বিমানগুলোকে আটকাতে দু’টি সুখোই-টুয়েন্টি সেভেন ফাইটার জেট পাঠায় রাশিয়া। এরপরই রুশ আকাশ সীমা ছেড়ে যায় ব্রিটিশ বিমানগুলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমান তিনটির একটি গোয়েন্দা বিমান এবং দুটি টাইফুন ফাইটার জেট।

এর আগে, বুধবার দেশটির আকাশসীমা নিরাপদ রাখতে কৃষ্ণ সাগরে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply