আফগানিস্তানে আবারও সিরিজ হামলা চালিয়েছে তালেবানরা। রোববার ও সোমবার দেশটির ৩টি প্রদেশে চালানো হামলায় প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্যের। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৪২ তালেবান যোদ্ধা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফারাহ্, বাদঘিস ও বাঘলান প্রদেশে চালানো হয় ধারাবাহিক হামলা। পুলিশের তল্লাশি চৌকি ও নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় জঙ্গিরা। সবচেয়ে বড় হামলাটি হয় ফারাহ প্রদেশে। রোববার রাতে সেখানে হত্যা করা হয় নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যকে। বাঘদিস প্রদেশে হত্যা করা হয় ৫ পুলিশ কর্মকর্তাকে।
নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রদেশটিতে নিহত হয় ২২ তালেবান যোদ্ধা। আহত হয় আরও ১৬ জন। বাঘলান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্যের। প্রদেশটির পুলিশ প্রধানের দাবি, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেখানে নিহত হয় অন্তত ২০ তালেবান জঙ্গি।
Leave a reply