লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে মিসাইলের আঘাতে ট্যাংকের ভেতরে থাকা ইসরায়েলি সেনারা হতাহত হয়।
এদিকে, লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দূরপাল্লার কামান ও ট্যাংক থেকে ছোড়া হচ্ছে গোলা। পাশাপাশি চলছে বিমান হামলাও। তবে লেবানন কর্তৃপক্ষ বলছে হামলায় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বেসামরিক নাগরিকরা।
/আরএইচ
Leave a reply