ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭৫৬ জন শিশু রয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু ও প্রবীণ। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, নিহতদের ফিলিস্তিনি নারীর সংখ্যা ৯৬৭ জন। ইসরায়েলের হামলায় আহত নারী ও শিশুর সংখ্যা সাড়ে ১৩ হাজারের বেশি। এর মধ্যে শিশুর সংখ্যাই দুই হাজারের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির অভাবে গাজায় ৭টি হাসপাতাল ও ২৫টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এ কারণে অন্য হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে, যেগুলোতেও চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য সরঞ্জামের সংকট রয়েছে। ওই হাসপাতালগুলোতে ধারণক্ষমতার ১৫০ শতাংশ বেশি রোগী ভর্তি করা হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে হতাহতদের সংখ্যা দিন দিন বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবু স্থাপন করে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এনকে
Leave a reply