তিন দিনের ঐতিহাসিক সফরে পিয়ংইয়ং পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
প্রথমবারের মতো দক্ষিণের কোনো প্রেসিডেন্টের এই উত্তর কোরিয়ায় সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে দেশটিতে। বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথিভবনে পৌঁছানোর সময় সংবর্ধনা দেয়া হয় মুন জে ইনকে। তিনদিনের এই সফরে দুই দেশের মাঝে সম্পর্কন্নয়ন, সীমান্তে উত্তেজনা কমানো এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুন:একত্রীকরণের বিষয়ে আলোচনা করা হবে।
তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি। এরআগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন জানান, পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পিইংইয়ং এর সাথে ওয়াশিংটনের দূরত্ব ঘোচাতে চায় সিউল। তাই এই বিষয়টি সুরাহা করাই সফরের মূল লক্ষ্য।
Leave a reply