গাজার ২৬টি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

টানা দুই সপ্তাহের আগ্রাসনে গাজা উপত্যকার ২৬টি মসজিদ পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার (২১ অক্টোবর) গাজা’র ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।

মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি বিমান হামলায় আরও ডজন খানেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত। তাছাড়া, ইহুদি সেনা আগ্রাসনে গুড়িয়ে গেছে মন্ত্রণালয়ের সদর দফতর, কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন।

চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিবৃতিতে, ইসলামিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধর্মীয় স্থাপনার ওপর আঘাত বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়।

রিপোর্ট অনুসারে, গাজা’র ৩০ শতাংশ ঘরবাড়ি-স্থাপনা ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত। সংখ্যায় যা ১৩ হাজারের কাছাকাছি। হুমকির মুখে রয়েছে এক লাখ ২১ হাজারের মতো ঘরবাড়ি ও স্থাপনা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply