বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই চালকের আসন দখল করে নিয়েছে ভারত। আগ ফিল্ডিং করতে নেমে শুরুতেই কিউই দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াংকে সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছে ভারতীয় পেসাররা। পাওয়ারপ্লে শেষে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলে টম লাথামের দল।
রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভন কনওয়েকে সাজঘরে ফেরান মোহাম্মদ সিরাজ। ভারতীয় এ পেসারের গুড লেন্থের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন কোনো রান না করা কনওয়ে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শূন্য রানে ফিরতে হয় তাকে।
এরপর ইনিংসের নবম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ শামি। প্রথম ওভার করতে এসে প্রথম বলেই উইল ইয়াংকে সাজঘরে ফেরান এই পেসার। শামির গুড লেন্থের বল ইয়াংয়ের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানলে ১৭ রানে ফিরতে হয় এই কিউই ওপেনারকে।
/আরআইএম
Leave a reply